সাত কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি

সারাদেশ


বান্দরবানের লামায় সাত তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায়।

অপহৃতরা হলেন- খামারের মালিক মো. আমিন (৩৫), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), মো. জাভেদ (২৬), মো. আসাদ (১৮) মো. আবু হানিফ।

স্থানীয় সূত্র জানায়, রাতে সাদা পোশাকে সশস্ত্র সন্ত্রাসীরা হাতে লাঠি নিয়ে তামাক চাষের খামারে প্রবেশ করে। এরপর তারা খামার মালিকসহ সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে বুধবার (১৫ জানুয়ারি) বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. শাহদাৎ হোসেন কালবেলাকে বলেন, মঙ্গলবার রাতে পাহাড়ি সন্ত্রাসীরা সাতজনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *