বিপিএল ম্যাচ শেষে খালেদ পেলেন মায়ের মৃত্যুর সংবাদ

Just Now


বাংলাদেশ জাতীয় দলের পেসার ও চিটাগং কিংসের খেলোয়াড় সৈয়দ খালেদ আহমেদ মর্মান্তিক এক দুঃসংবাদ পেয়েছেন। বিপিএলের ম্যাচ শেষে তিনি জানতে পারেন, তার মা আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চিটাগং কিংসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে খালেদের মা মৃত্যুবরণ করেছেন। ম্যাচ শেষে টিম হোটেলে ফিরে এই দুঃসংবাদ পান তিনি।

বিপিএলে গতকাল চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচে ৪৫ রানের বড় জয় পায় চিটাগং। ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেন খালেদ। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। দলের জয়ে অবদান রেখে মাঠ ছাড়ার পর টিম হোটেলে উদ্‌যাপনে যোগ দেন খালেদ। তবে কিছুক্ষণ পরই মায়ের মৃত্যুসংবাদ পান, যা তাকে গভীর শোকের মধ্যে ফেলে দেয়।

খালেদের মায়ের মৃত্যুতে চিটাগং কিংস তাদের ফেসবুক পেজে শোক প্রকাশ করেছে। বার্তায় বলা হয়েছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন।’

এছাড়া বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সও খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

সিলেটের সন্তান সৈয়দ খালেদ আহমেদ ২০১৮ সালে জাতীয় দলে পা রাখেন। এখন পর্যন্ত তিনি ১৫টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। চলতি বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা ৫ ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন তিনি।

গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দিয়ে দলকে জয় এনে দিলেও ম্যাচ শেষেই নিজের জীবনের বড় ক্ষতির খবর পান খালেদ।

সৈয়দ খালেদ আহমেদ ও তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। তার মায়ের মৃত্যুতে শোকাহত ক্রিকেট মহল। আল্লাহ তাকে এই কঠিন সময়ে শক্তি দিন এবং তার মায়ের আত্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *