ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে নাটোর উৎসব সম্পন্ন

Just Now


বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ নাটোরবাসীর প্রাণের বর্ণিল মিলনমেলা ‘নাটোর উৎসব-২০২৫’।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এর আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি।

কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নাটোর উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নাটোর জেলা সমিতির সভাপতি মো. শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলটির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ট্যাইবুনাল-৬ এর বিচারক মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোর উৎসব-২০২৫ এর আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি মো. জমশের আলী, সদস্য সচিব ও সহসভাপতি মো. সিরাজুল ইসলাম নান্নু প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম বলেন, ঢাকাস্থ নাটোরবাসীর নেতৃত্বে আজ আমরা একটি বৃহৎ সমিতিতে পৌঁছাতে পেরেছি। এই সমিতির মাধ্যমে আমরা সব দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসায় সহায়তা প্রদান করেছি। এছাড়াও ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, অসহায় ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা ও বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এ ছাড়াও কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদ গেট আড়ংয়ের পেছনে) সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এবারের আয়োজনে ছিল বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, প্রামাণ্য চিত্র, লোকজ সংগীত, রেফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *