নরসিংদীতে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

রাজনীতি


সাজেদুল হক প্রান্ত (রিপোর্টার)

সারা দেশে নারী ও শিশু শ্লীলতাহানি, হয়রানী বৃদ্ধি এবং মাগুড়ায় আছিয়া ধর্ষণ কান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবীতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির নরসিংদী জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এ্যাড. শিরিন আক্তার, নরসিংদী জেলা শাখার সংগঠক আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলার সংগঠক সাইদুল ইসলাম রাকিব, সদস্য রেদোয়ান আহমেদ, মো আলামিন, জহিরুল হক সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। নইলে আপার জনতা নিজেরাই আইন হাতে তোলে নিয়ে ধর্ষকদের বিচার করবে।

 

প্রতিবাদী মানববন্ধন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *